দিল্লি থেকে ফিরে মুম্বই যাবেন মমতা

ওয়াইপিএ নামে একটি বণিকসভা বাংলার মুখ্যমন্ত্রীকে তাদের সামিটে আমন্ত্রণ জানিয়েছে। তবে মুম্বই গিয়ে এবারও তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন।

Written by SNS Delhi | November 25, 2021 12:44 pm

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: SNS)

প্রশাসন নগরী থেকে ফিরে বাণিজ্য নগরীতে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, আগামী ৩০ নভেম্বর রাতেন বিমানে কলকাতা থেকে মুম্বই যাবেন তিনি।

পয়লা ডিসেম্বর মুম্বইয়ের একটি বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। এর আগেরবারে মুম্বই গিয়ে শিবসেনার প্রধআন উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন মমতা। সেই সফর ছিল রাজনৈতিক। তবে এবার মূলত বাণিজ্যিক কারণেই মুম্বই যাচ্ছেন মমতা।

ওয়াইপিএ নামে একটি বণিকসভা বাংলার মুখ্যমন্ত্রীকে তাদের সামিটে আমন্ত্রণ জানিয়েছে। তবে মুম্বই গিয়ে এবারও তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন। শরদ পাওয়ারের সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আগামীদিনে বারাণসীতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে মমতা। সেখানে গিয়ে দিয়া জ্বালবেন, গঙ্গা আরতি করবেন। কমলাপতি ত্রিপাঠী তো তাকে আমন্ত্রণ জানিয়েই রেখেছেন বলে জানিয়ে দিলেন মমতা।