কৃষকদের দাবিকে মমতার সমর্থন

কৃষকদের আন্দোলনকে সমর্থন মমতার,কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্ষমতা কেড়ে নিচ্ছে। বিজেপির উদ্দেশ্যে মমতার হুংকার,হয় কৃষি আইন প্রত্যাহার কর, না হয় ক্ষমতা ছাড়ো।

Written by SNS Kolkata | December 8, 2020 4:37 am

মমতা বন্দ্যোপাধ্যায় (File Photo: Kuntal Chakrabarty/IANS)

বন্‌ধের রাজনীতির সমালোচনা করলেও আজ মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানালেন মমতা।

সােমবার মেদিনীপুরের জনসভা থেকে বললেন, আমরা ২০০৮ সাল থেকে বনধের বিরােধিতা করে আসছি। তবে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের স্বার্থে মঙ্গলবারের কৃষক আন্দোলনকে দল হিসেবে সমর্থন জানাচ্ছি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, বন্ধ হলেও এদিন সারা বাংলায় ব্লকে ব্লকে ধর্না চলবে।

সােমবার নবান্নের অনুষ্ঠান ছিল সিঙ্গুর, নন্দীগ্রাম , নেতাইয়ের প্রসঙ্গ টেনে মমতা এদিন বলেন, নতুন ধান হাতে নিয়ে শপথ করে বলছি, কৃষকদের আন্দোলনে আমরা ছিলাম, আমরা থাকব।

কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্ষমতা কেড়ে নিচ্ছে। বিজেপির উদ্দেশ্যে মমতার হুংকার, হয় কৃষি আইন প্রত্যাহার কর, না হয় ক্ষমতা ছাড়ো।