সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শিল্প নিয়ে বার্তা শোনার আশা থাকলেও তা পূরণ হয়নি। এবার সেই সিঙ্গুর থেকেই রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কৃষিজমি দখল নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই শিল্প গড়ে তোলাই রাজ্য সরকারের নীতি।
মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘কৃষিও চলবে, শিল্পও চলবে। কারও জমি কেড়ে নয়।’
Advertisement
এছাড়াও সিঙ্গুরে ৭৭ একর জমিতে একটি বেসরকারি শিল্প পার্ক গড়ে তোলার কথা জানান মুখ্যমন্ত্রী। সেখানে অ্যামাজন ও ফ্লিপকার্টের ওয়্যারহাউস তৈরি হচ্ছে। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান মমতা।
Advertisement
গত ১৮ জানুয়ারি সিঙ্গুরের মাটিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরের ইতিহাসের কথা মাথায় রেখে অনেকে মনে করেছিলেন, সিঙ্গুর থেকে শিল্প নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই আশা পূরণ হয়নি। শিল্প নিয়ে কোনও বার্তা না দিয়ে মোদী অভিযোগ করেন, বাংলায় ‘জঙ্গলরাজ’ চলছে। এর জবাবে মমতা সিঙ্গুর আন্দোলনের স্মৃতি তুলে ধরে বলেন, সিঙ্গুরে জমি ফেরত নিতে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন। তিনি নিজের কথা রেখেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
Advertisement



