বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ বেঁধে দিলেন মমতা

শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা জানান, কোভিড টেস্ট বাবদ ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না রোগিদের কাছ থেকে।

Written by SNS Kolkata | June 27, 2020 2:00 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

কোভিড চিকিৎসার জন্য চিকিৎসার খরচ বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা জানান, কোভিড টেস্ট বাবদ ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না রোগিদের কাছ থেকে। বাকি খরচও কোন খাতে কী হবে, তার উল্লেখ করে দিলেন মুখ্যমন্ত্রী।

কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছেমতো বিল করছে। এইরকম বহু অভিযোগ আসছিল সাধারণ মানুষের কাছ থেকে। চিকিৎসা না করে বহু জায়গায় রোগি ফিরিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠছিল। তখনও মুখ্যসচিবকে এই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন মমতা।

শুক্রবার ফের তিনি বলেন, কোভিড টেস্টের জন্য ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না রোগিদের কাছ থেকে। এতদিন এই টাকার অঙ্ক ছিল ৪৫০০ টাকা। ডাক্তারের ফিজও ৫০০০ টাকা নেওয়া যাবে না। মমতা এদিন বলেন, চিকিৎসকের ফিজ হাজার টাকা এবং প্রোটেক্টিভ ফিজ হাজার টাকা-এই রেটই নিতে হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।