• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহাষ্টমীর শুভেচ্ছাবার্তায় নিজের গান শেয়ার করলেন মমতা

মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী শেয়ার করলেন নিজের লেখা ও সুর করা একটি নতুন গান, যেটি গেয়েছেন বিশিষ্ট গায়ক মনোময় ভট্টাচার্য।

বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং সৃজনশীলতা যে আজ বিশ্ব দরবারে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে, তা আরও একবার মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী শেয়ার করলেন নিজের লেখা ও সুর করা একটি নতুন গান, যেটি গেয়েছেন বিশিষ্ট গায়ক মনোময় ভট্টাচার্য।

এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/কর্মময়ের বাংলা। সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’

Advertisement

৪ মিনিট ৩৫ সেকেন্ডের এই গানে বাংলার সাফল্যগাথা তুলে ধরা হয়েছে – শান্তিনিকেতনের সাংস্কৃতিক ধারা থেকে নোবেলজয়ী মেধাবীদের কৃতিত্ব, প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে বাংলার অবদান থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, সব কিছুই মিলেমিশে এক সুরে বুনে উঠেছে ‘বিশ্বসেরা বাংলা’-র ছবি।

Advertisement

গানের শুরুতেই উঠে আসে গর্বের কথা:
‘দেশের সেরা বাংলা/বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/কর্মময়ের বাংলা…’

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গানটি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর এই সৃষ্টিকে ঘিরে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। বহুজন শেয়ার করছেন গানটির লিঙ্ক, প্রশংসা করছেন গানের ভাবনা ও সুরারোপ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বছর চারেক আগে ইউনেস্কো পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেয়। সেই থেকেই পুজো এখন শুধু বাঙালির নয়, এক গ্লোবাল উৎসব। সেই গর্বের কথাই যেন নতুন করে এই গানে ফিরে এসেছে।

প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রীর একাধিক পুজোর গান প্রকাশিত হয়েছে। তাঁর কথায় ও সুরে গলা মিলিয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য সহ বিশিষ্ট শিল্পীরা।

Advertisement