• facebook
  • twitter
Saturday, 10 January, 2026

দিল্লির ‘বঞ্চনা ও লাঞ্ছনার’ প্রতিবাদে রাজপথে মমতা

যাদবপুর থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের শক্তি প্রদর্শন

দিল্লির ‘বঞ্চনা, লাঞ্ছনা ও অত্যাচার’-এর প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীদের পাশাপাশি সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং টেলি-তারকাদের মিছিলে পা মেলাতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টে নাগাদ হাজরায় গিয়ে এই মিছিল শেষ হয়।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৩টে নাগাদ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তৃণমূল সাংসদ দেব, বিধায়ক সোহম-সহ দলের একাধিক সাংসদ ও বিধায়ক। পিছনের সারিতে ছিলেন দলের নেতা-নেত্রী, সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ এবং সাধারণ মানুষ। এই মিছিলকে ঘিরে রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়।

Advertisement

মিছিল শুরুর আগে যাদবপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের সকল নাগরিকবৃন্দকে, মা-মাটি-মানুষকে প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সমর্থন বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।’ এরপরেই তিনি কর্মসূচির উদ্দেশ্য স্পষ্ট করে দেন। মমতার কথায়, ‘দিল্লির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অপমান ও অসম্মানের বিরুদ্ধে, এ রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই হল আমাদের রাস্তা। এটা নেতাজির কথা।’ পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ‘যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি, উদ্বাস্তুদের মাটি।’

Advertisement

এই মিছিলের মূল কারণ বৃহস্পতিবার আইপ্যাকের দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদ জানানো। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট এবং সল্টলেকের দপ্তরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মমতার অভিযোগ, তাঁর দলের নির্বাচনী কৌশল ও নথি ছিনতাই করতেই এই অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, ইডি তৃণমূলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’ করেছে, যা সম্পূর্ণ বেআইনি ও অপরাধমূলক।

এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তোলেন, যাঁর দপ্তরের অধীনেই রয়েছে ইডি। মমতা স্পষ্ট ভাষায় জানান, এই ‘হামলার প্রত্যুত্তর’ দেবে রাজ্যের মানুষ। সল্টলেকে আইপ্যাকের দপ্তরের বাইরে দাঁড়িয়েই তিনি শুক্রবারের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণামতোই মমতার ডাকে সাড়া দিয়ে এ দিন যাদবপুর থেকে হাজরা পর্যন্ত রাজপথে নেমে এলেন শাসকদল তৃণমূলের নেতা-কর্মী এবং সমর্থকরা।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আবহে এই মিছিল শুধু কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ নয়, একইসঙ্গে তৃণমূলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের বার্তাও বহন করছে।

Advertisement