• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কালীঘাটে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মমতা এবং অভিষেকের

মনুষ্য সৃষ্ট বন্যার জন্য দায়ী কেন্দ্র, বিসর্জন হবে জমিদার বিজেপির: অভিষেক

নিজস্ব চিত্র

কালীঘাটে নিজ বাসভবনে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ব্যতিক্রমী হলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ও। তিনিও কালীঘাটের দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিলেন শুক্রবার। উভয়ই দলীয় নেতৃত্বদের শুভেচ্ছা বিনিময় করলেন। দলনেত্রী মমতা এবং অভিষেককে উপহারে ভরিয়ে দিলেন দলীয় নেতৃত্বরা। হাসি মুখে নিজস্বী নিলেন অভিষেক।
উল্লেখ্য, রবিবার থেকে রাজ্য জুড়ে ব্লকে-ব্লকে তৃণমূলের তরফ থেকে শুরু হতে চলেছে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। তার আগে শুক্রবার তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব পৃথক ভাবে কালীঘাটে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিলেন। অগণিত মানুষের ভিড় উপচে পড়ল কালীঘাটের রাস্তায়। এদিন অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত বক্তব্যও রেখেছেন অভিষেক। বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। প্রসঙ্গত, শহর থেকে জেলার অগণিত দুর্গাপুজোর উদ্বোধন করে জনসংযোগের সূত্রপাত করেছিলেন মুখ্যমন্ত্রী। অষ্টমী-নবমীতে মণ্ডপ পরিদর্শন করে সেই ধারা অব্যাহত রাখলেন অভিষেক। এরপর আগামী রবিবার থেকে শুরু হবে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। তার আগে একাদশীতেও বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হলেন মমতা-অভিষেক। দলের অন্দরে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা বজায় রাখারও পরামর্শ উভয়ের।
মুখ্যমন্ত্রীর পথে হেঁটে রাজ্যের বন্যা পরিস্থিতিকে ‘মনুষ্য সৃষ্ট’ বন্যা বলে আক্রমণ অভিষেকের। অনুষ্ঠান থেকে তাঁর কটাক্ষ, ‘এই মানুষ-সৃষ্ট দুর্যোগ প্রতিবছরই ডিভিসি ঘটায়। যেহেতু ভোট আসন্ন, তাই ফের একই কাজ করছে ডিভিসি। দুর্গাপুজোকেও রেহাই দিল না! মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটাই বিজেপির অভ্যাস। কেন্দ্র বলবে, রাজ্যের আধিকারিকদেরও এতে হাত আছে। কিন্তু আমাদের সঙ্গে কোনোরকম সমন্বয় করা হয়নি।’
এখানেই না থেমে অভিষেকের আরও সংযোজন, ‘কেন্দ্র চায় বাংলাকে বঞ্চিত করতে, ডুবিয়ে দিতে! বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি বলেই তাদের উদ্দেশ্য বাংলাকে নিমজ্জিত করা। বিসর্জন হবে ঠিকই, তবে তা বাংলার মানুষ কিংবা বাংলার জন্য নয়, বিসর্জন হবে জমিদার বিজেপির। এটা ২০২৪ সালে হয়েছিল, ২০২৬ সালেও এর পুনরাবৃত্তি হবে।’ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সুজিত বোস-সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। সাংসদ অভিষেকের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, রথীন ঘোষ, সাংসদ মিতালি বাগ, পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী-সহ প্রমুখ।

Advertisement

Advertisement