মঙ্গলবার দুপুরে মহানগরের রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব শাসকদল। সেই অভিযোগকে হাতিয়ার করেই এবার পথে তৃণমূল কংগ্রেস।
আবার মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলও অফিসাররা। এদিনটাকেই প্রতিবাদের কর্মসূচি হিসেবে বেছে নিয়েছেন মমতা-অভিষেক। মিছিলে পা মেলানোর জন্য সোমবার নিজের বাঁধা গানে রাজ্যবাসীকে শামিল হওয়ার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো।
Advertisement
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। গত সোমবার জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কথা ঘোষণা করেছে। বাংলা-সহ ১২টি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলবে। এই পদক্ষেপ নিয়ে বারবার বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছে সবুজ দল। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লি গিয়ে ধরনা দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement
নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার যড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল নেতারা। এবিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলএ-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। একমাস ধরে ৬২০০টি হেল্পডেস্ক চলবে। এসআইআরের ফর্ম পূরণ বা অন্য কোনও সমস্যা হলে হেল্পডেস্ক থেকে সাহায্য করা হবে।
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ রেড রোডে বিআর আম্বেদকর মূর্তির সামনে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। পা মেলাবেন দলীয় সাংসদ, কাউন্সিলররার। তার আগে সোমবার বিকেলে এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর করা গান পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের মূল বক্তব্য, ‘জোট বাঁধো।’ মিছিল শেষে এসআইআর নিয়ে মমতা এবং অভিষেক কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূলের কর্মী থেকে নেতা-মন্ত্রী ও ওয়াকিবহাল মহল।
Advertisement



