মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই অঘটন। বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হল মাধ্যমিক পরীক্ষার্থী। এর জেরে পরীক্ষায় বসা হল না তার। আপাতত হাসপাতালের বেডে শুয়েই চোখের জল ফেলছে সে। মর্মান্তিক এই ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার। সোমবার সকালে ছাদে থাকা জামাকাপড় তুলতে গিয়ে পিছলে নীচে পড়ে যায় হাবড়ার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামের বাসিন্দা শাবনুর বিশ্বাস।
জোরাল আওয়াজ শুনে ছুটে আসে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা। দ্রুত শাবনু উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই পরীক্ষার্থীর মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। আপাতত কয়েকটা দিন বারাসত হাসপাতালেই থাকতে হবে তাকে। ফলে আপাতত পরীক্ষায় বসতে পারবে না সে। সারা বছর প্রস্তুতি নেওয়া সত্ত্বেও পরীক্ষায় না বসতে পারায় মনখারাপ শাবনুর। হতাশ তার পরিবার-পরিজনেরাও।
এদিকে মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থীর। প্রশাসনের তৎপরতায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মুর্শিদাবাদ জেলার কান্দির বাঘডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ঘটনা। বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই ওই পরীক্ষার্থীর প্রসব যন্ত্রণা ওঠে। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসার পর পেটে ব্যথা কমলে হাসপাতালে পুলিশি প্রহরায় পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।
সোমবার রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিন প্রথম ভাষায় পরীক্ষা ছিল। এবার পরীক্ষা দিচ্ছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৬২ হাজার বেশি। রাজ্যের ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে চলছে মাধ্যমিক পরীক্ষা।