রাজ্যজুডে় লু সতর্কতা জারি

Written by SNS April 4, 2024 11:36 am

নিজস্ব প্রতিনিধি– বৃহস্পতিবার থেকে শুরু হবে তাপপ্রবাহ, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরl গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে৷ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই৷ আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে৷ ৪ এপ্রিল থেকে তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে৷ ৫ তারিখ আরো বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে- দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে৷ ৬ তারিখ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও কলকাতা সহ দুই ২৪ পরগনায়, হাওড়া ও হুগলিতে তাপপ্রবাহ চলবে৷ ৭ তারিখও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে৷

তাপপ্রবাহের কারণ হিসাবে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া৷ যা আমাদের রাজ্যে ঢুকছে, সেই কারণে তাপপ্রবাহ৷ উত্তরবঙ্গে প্রত্যেক দিন বজ্রবিদু্যৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা থাকছে৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রিতে চলে যেতে পারে৷ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায়৷ বুধবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এর কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে৷ কাল বৃহস্পতিবার থেকে বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনা৷

কলকাতায় চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ৷ জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে৷ দিনের তাপমাত্রা বাড়বে৷ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি৷ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ৷