কাল প্রার্থীতালিকা প্রকাশ, দিল্লির পথে বঙ্গ বিজেপি

প্রার্থীতালিকা নিয়ে চূড়ান্ত ব্যস্ত রাজনৈতিক দলগুলি। বিজেপির প্রার্থীতালিকায় এবার চমক থাকতে পারে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

Written by SNS Kolkata | March 4, 2021 3:40 pm

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। (Photo: Facebook/@DilipGhosh)

প্রার্থীতালিকা নিয়ে চূড়ান্ত ব্যস্ত রাজনৈতিক দলগুলি। বিজেপির প্রার্থীতালিকায় এবার চমক থাকতে পারে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। প্রার্থীতালিকা ঘােষণা নিয়ে বুধবার কিছুটা ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘােষ।

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ বলেন, ‘ আজ নির্বাচন সমিতির বৈঠক ছিল। গত দু’দিন ধরে জেলার, কোর কমিটির বৈঠকে আলােচনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার ভােটে প্রতি আসনে ৪-৫টা বাছা হয়েছে। সংসদীয় কমিটি রয়েছে। সেখানে চুড়ান্ত করা হবে। সম্ভবত আজ রাতেই আমরা দিল্লি যাব। চুড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। শুক্রবার ঘােষণা হয়ে যেতে পারে।

অপরদিকে পেট্রল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি টাঙনাে ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দিলীপ ঘােষ এদিন বলেন, ‘ট্রেল পাম্প কোনও সারি জায়গা নয়। প্রধানমন্ত্রীর ছবি থাকতেই পারে। সেটা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে না।’

উল্লেখ্য, করােনাভাইরাসের টিকাকরণ কর্মসূচির ডিজিটাল শংসাপত্রে এখনও ব্যবহৃত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ছবি। আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযােগ তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

মঙ্গলবার এই মর্মে একটি টুইট করেন তিনি। ভ্যাকসিনের ডিজিটাল শংসাপত্রের ছবি পােস্ট করে লেখেন, ‘ ভােটের নির্ঘণ্ট ঘােষণা হয়ে গিয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড -১৯ শংসাপত্রে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানাের কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।