• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুলিশি তলব উপেক্ষা করলেন বাম নেত্রী বর্ণনা

এসএফআই কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখোপাধ্যায়কে কর্তব্যরত পুলিশ অফিসারকে প্রকাশ্যে চড় মারার অভিযোগে তলব করল কলকাতা পুলিশ।

এসএফআই কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখোপাধ্যায়কে কর্তব্যরত পুলিশ অফিসারকে প্রকাশ্যে চড় মারার অভিযোগে তলব করল কলকাতা পুলিশ। তাঁকে ২৪ ঘন্টার মধ্যে জোড়াসাঁকো থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার গোটা দেশ জুড়ে বনধ কর্মসূচি পালন করেছে বামেরা। তারা একাধিক জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হয়েছে কিন্তু কলেজস্ট্রিট, যাদবপুর ও রাজ্যের কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়েছে বাম কর্মী-সমর্থকদের। বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যেই প্রকাশ্যে এসেছে রাস্তার মাঝে পুলিশকে চড় মারার ছবি।

জানা গিয়েছে, জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলেন ওই বাম নেত্রী। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এই চড় মারার ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেন। তাঁর বক্তব্য, ‘রাজ্যে শূন্য বাম, তাতেই এতো ঔদ্ধত্য। আশা করি কর্তব্যরত সরকারি কর্মচারীর উপরে হাত তোলার মতো ক্রিমিনাল অফেন্সে যে ধারায় মামলা করে এই ধরনের ক্রিমিনালদের জেলের ভেতর রাখা প্রয়োজন, সেই বিষয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে পশ্চিমবঙ্গ পুলিশ।’

Advertisement

পুলিশ সূত্রে খবর, তিনি হাজিরা দেননি। এ প্রসঙ্গে এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় বলেন, ‘বৃহস্পতিবার বর্ণনা থানায় যাননি। পরবর্তীতে কী পদক্ষেপ করা হবে, তা উকিলের সঙ্গে কথা বলে আমরা ঠিক করব।’

Advertisement

অরূপ চক্রবর্তী বলেন, ‘যখন বামেরা ক্ষমতায় ছিল ওদের বড় নেতা তিলজলা থানার মধ্যে ঢুকে বিজন সেতুর আনন্দমার্গী গণহত্যার তদন্তকারী অফিসার ইনচার্জ গঙ্গাধর ভট্টাচার্যকে খুন করেছিল।’ শাসকদলের অন্যান্যরাও এনিয়ে বিভিন্ন মন্তব্য করেন। কয়েকজনের দাবি, ‘যে রাজ্যে বামফ্রন্টের অস্তিত্ব প্রায় নেই, সেখানেই এতটা ঔদ্ধত্য কী করে সম্ভব? এই ঘটনা প্রমাণ করে, অতীতেও কীভাবে প্রশাসনের ভিতরে ঢুকে তারা আইনের শাসনকে উপেক্ষা করত।’

Advertisement