• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

জোটের ঘােটে অস্বস্তিতে বাম-কংগ্রেস, ২-২ দাবি না মানলে এককভাবে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

তৃণমূলকে টেক্কা দিতে জোটের সিদ্ধান্ত, দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বস্তিতে বাম কংগ্রেস। দাবিমতাে আসন পেলে তপন এককভাবে প্রার্থী দেয়ার হুঁশিয়ারি কংগ্রেস দলের।

কংগ্রেস (Photo: IANS)

তৃণমূলকে টেক্কা দিতে জোটের সিদ্ধান্ত হলেও দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বস্তিতে বাম কংগ্রেস। দাবিমতাে আসন পেলে তপন এককভাবে প্রার্থী দেয়ার হুঁশিয়ারি কংগ্রেস দলের। বুধবার বামেদের দলীয় বৈঠকে বালুরঘাট আসনের সুচিত্রা বিশ্বাস, তপনে রঘু ওরাও এবং কুশমন্ডিতে নর্মদা রায়কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দাবি অনুযায়ী তপন আসনে কংগ্রেসকে দেওয়ার কথা থাকলেও সেই শর্ত মানেনি বাম নেতৃত্বরা। যে কারনেই তপনে এককভাবে প্রার্থী দেয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের জেলাসভাপতি অঞ্জন চৌধুরী জানিয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী দুটি করে আসন পাওয়ার কথা ছিল।

Advertisement

কিন্তু সেখানে দাঁড়িয়ে বাম নেতৃত্ব ইচ্ছেমতাে প্রার্থী দাঁড় করাচ্ছেন। এমনটা হলে তারাও তপনে এককভাবে প্রার্থী দাঁড় করাবেন। বিশ্বনাথ চৌী জানিয়েছেন দলীয় আলােচনা হয়েছে চুড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

Advertisement

Advertisement