• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সাগরদিঘিতে তৃণমূল ছেড়ে মিমের প্রার্থী হলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ

তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম দলের প্রার্থী হলেন মুর্শিদাবাদের সাগরদিঘির নূরে মেহেবুব আলম।শাসকদলের সংখ্যালঘু সেলের জেলা কার্যকরী সভাপতি পদে ছিলেন।

তৃণমূল (File Photo: IANS)

তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম দলের প্রার্থী হলেন মুর্শিদাবাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নূরে মেহেবুব আলম। তিনি শাসকদলের সংখ্যালঘু সেলের জেলা কার্যকরী সভাপতি পদেও ছিলেন।

মঙ্গলবার তাকে সাগরদিঘি কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘােষণা করেন মিম-এর মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক আসাদুল শেখ। তৃণমূল ছেড়ে মিম-এর প্রার্থী হওয়া মেহেবুব আলম এদিন সাংবাদিকদের বলেন, “সাগরদিঘির বেকার যুবক-যুবতীদের কোনও কর্মসংস্থান হয়নি।

Advertisement

কোনও উন্নয়ন হয়নি। তৃণমূল কংগ্রেস এখানে বিভিন্ন গােষ্ঠীতে বিভক্ত সুব্রত সাহা নিজেও গােষ্ঠীদ্বন্দ্ব তৈরি হওয়ার জন্য দায়ী। সে কারণে মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য, প্রকৃত উন্নয়নের স্বার্থে মিম দলের প্রার্থী হলাম। যদিও তার দলত্যাগকে গুরুত্ব দিতে চাননি জেলা সভাপতি সাংসদ আবু তাহের খান

Advertisement

Advertisement