• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

আক্রান্ত বিজেপি’র মহিলা মাের্চার নেত্রী 

শনিবার বীরভূমের বােলপুর বিধানসভা এলাকার মহেশ্বরপুর গ্রামে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযােগ করা হয়েছে।

প্রতীকী ছবি (File Photo: IANS)

বিজেপির ‘বুথ চলাে অভিযান’ কর্মসূচীর প্রচারে গিয়ে শনিবার বীরভূমের বােলপুর বিধানসভা এলাকার মহেশ্বরপুর গ্রামে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযােগ করা হয়েছে।

অভিযােগ থেকে জানা যায় যে, বিজেপির কর্মী-সমর্থকরা মােটরবাইক নিয়ে প্রচারে যাওয়ার সময় এলাকার নলের ধারে ওৎ পেতে থাকা জনা ত্রিশেক তৃণমূল কংগ্রেস কর্মী তাদের উপরে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে বাঁশ, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে।

Advertisement

তাদের আক্রমণে বিজেপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও কয়েকজন আক্রমণকারীদের হাতের নাগালে চলে আসতেই তাদের বেধড়ক মারধর করা হয়ে যায়। মারের চোটে গুরুতরভাবে জখম হন বিজেপির মহিলা মাের্চার নেত্রী সুজাতা ঘােষ দলের বুথ সভাপতি শেখ জাকির-সহ আরও কয়েকজন। পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের তিনটি মােটরবাইক।

Advertisement

পরে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে হাসপাতালে। সুজাত্র ঘোষের অভিযােগ, এলাকায় বিজেপির প্রভাব যতােই বাড়ছে, শাক তৃণমূল কংগ্রেস ততােই তাঁদের আক্রমণ করছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই ঘটনার সাথে তাদের কোনও যােগ নেই বলে জানিয়ে দিয়েছে।

Advertisement