• facebook
  • twitter
Friday, 11 October, 2024

গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে অচেনা ব্যক্তি, মমতার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

মুখ্যমন্ত্রীর বাড়ির মত নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা জায়গাতে অচেনা ব্যক্তির প্রবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জনিত ব্যাপারে উঠতে শুরু করেছে প্রশ্ন।

শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়লেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির।

অভিযোগ সারা রাত্রি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে গা ঢাকা দিয়ে বসে ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে।

কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির মত নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা জায়গাতে অচেনা ব্যক্তির প্রবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জনিত ব্যাপারে উঠতে শুরু করেছে প্রশ্ন।

খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের নজর এড়িয়ে এক ব্যক্তি ঢুকে পড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, রাতভর সেখানে থাকার পর সকালে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে দেখতে পাওয়ার পরই পুলিশের হাতে তুলে দেয়।

সূত্রের খবর, এই দিন রাত একটা নাগাদ ৩৪ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পাঁচিল টপকে এক অচেনা ব্যক্তি ঢুকে পড়ে। অভিযোগ সারা রাত্রি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যেই ছিল।

সকালে নিরাপত্তারক্ষীরা তাকে দেখতে পায়। খবর যায় কালীঘাট থানায়। পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জিজ্ঞাসা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে ছিল ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ।

পুলিশ সুত্রে খবর ওই অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে সুস্থ কিনা তা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা জানিয়েছেন, ওই ব্যক্তি সন্দেহজনক উদ্দেশ্য নিয়েই ঢুকেছিল বলে অনুমান করা হচ্ছে বিষয়টি বিশেষ জোর দিয়ে খতিয়ে দেখা হবে।

মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার ঘেরাটোপে আরো জোরদার করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

তবে ওই অভিযুক্ত ব্যক্তি যেভাবে জেড ক্যাটাগরির সুরক্ষা বলয় পার করে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছে, তাতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূলের তরফ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশকে আবেদন জানানো হচ্ছে।