কালবৈশাখিতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, মৃত ৪, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Written by SNS April 1, 2024 11:52 am

নিজস্ব প্রতিনিধি– ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়৷ আর তাতেই লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুডি়র বিস্তীর্ণ এলাকা৷ এখনও পর্যন্ত ৪ জনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে৷ বিভিন্ন জায়গায় গাছ উপডে় পডে়ছে৷ অসংখ্য বাডি় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনাটিতে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর৷ রবিবার বেলা সাডে় ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়৷ ময়নাগুড়িতে ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের৷ মাত্র কিছুক্ষণের ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়৷

ঝড়ের সময়েই জলপাইগুড়ির সুকান্ত নগর এলাকায় গাছ চাপা পড়ে এক পথচারীর মৃতু্য হয়েছে৷ স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় দিজেন্দ্র নারায়ণ সরকার নামে ওই ব্যক্তি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন৷ তাঁর মাথার উপর গাছ ভেঙে পডে়৷ অপর এক মৃতের নাম অনিমা মণ্ডল৷ বছর ৪৮-এর ওই মহিলার বাড়ি জলপাইগুড়ি পাহাড় পুর গ্রামপঞ্চায়েত এলাকায়৷ পুলিশ জানিয়েছে, ঝডে়র সময়ে তিনি টোটো চাপা পড়ে মারা গিয়েছেন৷ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ৷ ঝড়ের তাণ্ডবে আরও দুই মৃত ব্যাক্তির নাম যোগেন রায় (৭০) এবং সমর রায় (৬৪)৷

ঘটনাটিতে দুঃখ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ায় আজ বিকেলে জলপাইগুডি়-ময়নাগুডি় এলাকায় বিপর্যয় নেমে আসে৷ মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ, ঘরবাডি়র ক্ষতি হয়েছে৷ গাছ, বিদু্যতের খুঁটি উপডে় গিয়েছে৷” একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দল বিপর্যয় মোকাবিলায় কাজ করছে৷ ত্রাণ সরবরাহ চলছে৷ ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে৷ জেলা প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সমস্ত ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷