• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নামতে পারে পারদ

শনিবারের বৃষ্টির পরে কলকাতা সহ শহরতলির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে।

গোটা সপ্তাহ ধরেই ঝড় ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকটি জায়গায় ৩০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারের বৃষ্টির পরে কলকাতা সহ শহরতলির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে।

মঙ্গল ও বুধবার উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি হয়েছে। এ ছাড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় একই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ বেশ জোড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ৪০–৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৫.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।

Advertisement

Advertisement