• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় তৎপর কলকাতা পুলিশ

আগামী ২,৩, ৬,৭,৯, ১০,১১, ১২ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিক পরীক্ষা

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। এই পরীক্ষা চলাকালীন রাস্তায় যান নিয়ন্ত্রণে ট্রাফিক নিয়মে একাধিক রদবদল আনছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ বর্মা এক বিজ্ঞপ্তি জারি করে সেকথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষার সময়গুলিতে রাস্তায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এমনকি কোন সময়ে রাস্তায় ভারী যান চলাচল করতে পারবে না তাও জানানো হয়েছে।

আগামী ২,৩, ৬,৭,৯, ১০,১১, ১২ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিক পরীক্ষা।   কলকাতা পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না পণ্যবাহী যান। আবার জরুরি পণ্য যেমন- এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল, মাছ-বহন করছে এমন ভারী যান সকাল ৮টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলতে পারবে বলে জানানো হয়েছে।

Advertisement

এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহরের মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলির আশেপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এমনকি প্রয়োজন হলে বিকল্প রাস্তা দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। গত ২০ জানুয়ারির মধ্যে বেশিরভাগ স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠভাবে চলে তার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement