• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শতবর্ষের পুরনো নিকাশি সংস্কারে উদ্যোগী কলকাতা পুরসভা

জওহরলাল নেহরু রোডের নীচ দিয়ে বয়ে চলা শতবর্ষ প্রাচীন ইটের নিকাশি লাইনটির সংস্কার ও মজবুতকরণ করবে পুরসভা।

ফাইল চিত্র

গত মাসের ভয়াবহ বৃষ্টিতে যখন দক্ষিণ ও মধ্য কলকাতার বহু এলাকা জলে ডুবে গিয়েছিল, তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে পুরনো নিকাশি ব্যবস্থার ভেতরেই লুকিয়ে আছে সমস্যার মূল। এবার সেই সমস্যার মূল শিকড়েই হাত দিতে চলেছে কলকাতা পুরসভা। সম্প্রতি পুরসভা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে। জওহরলাল নেহরু রোডের নীচ দিয়ে বয়ে চলা শতবর্ষ প্রাচীন ইটের নিকাশি লাইনটির সংস্কার ও মজবুতকরণ করবে পুরসভা।
পুরসভার পরিকল্পনা অনুযায়ী, এবার সেই ব্রিটিশ আমলের নিকাশি লাইনের ভিতরে বিশেষ পলি পরিষ্কার (ডিসেলটিং) এবং সুরক্ষা প্রলেপের কাজ (লাইনিং) শুরু হবে। এর ফলে ধর্মতলা, বেন্টিঙ্ক স্ট্রিট, পার্কস্ট্রিট, ক্যাম্যাক স্ট্রিট, থিয়েটার রোড, এমনকি এজেসি বোস রোডের আশপাশের বাসিন্দারা
ও দীর্ঘদিনের জল জমার যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন বলে আশা।

এক পুর আধিকারিকের কথায়, ‘প্রধান নিকাশি লাইনের ক্ষমতা বাড়াতে আমরা বিশেষ পরিষ্কার অভিযানের পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি লাইনের ভিতরে নতুন লাইনিং বসানো হবে, যাতে সেটি ধসে না পড়ে।’ এই প্রকল্পের জন্য ইতিমধ্যে এক বেসরকারি সংস্থাকে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে বছরের শেষেই কাজ শুরু হবে। সময়সীমা ধরা হয়েছে দু’বছর।’ প্রথম ধাপের কাজ হবে জওহরলাল নেহরু রোড ও বেন্টিঙ্ক স্ট্রিটের মোড় থেকে পার্কস্ট্রিট ক্রসিং পর্যন্ত। দ্বিতীয় ধাপে কাজ হবে পার্কস্ট্রিট থেকে এজেসি বোস রোড পর্যন্ত। এই বিশেষ ডিসেলটিং ড্রাইভ-এর জন্য প্রায় ৫৭ কোটি টাকার বরাদ্দ করেছে পুরসভা।

শুধু পার্কস্ট্রিট, ক্যাম্যাক স্ট্রিট বা থিয়েটার রোড নয়, এই প্রকল্প সম্পূর্ণ হলে ময়দান এলাকার জল জমার সমস্যাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। যদিও ময়দানের আশপাশের রক্ষণাবেক্ষণ রাজ্য পূর্ত দপ্তরের হাতে, কিন্তু নিকাশি ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে গোটা চিত্রটাই পাল্টে যাবে।
দীর্ঘদিনের উপেক্ষিত শহরের নিকাশি ব্যবস্থার এমন এক ঐতিহাসিক পুনর্গঠন প্রকল্পে নতুন আশার আলো দেখছেন শহরবাসী। পুরনো কলকাতার বুকের তলায় লুকিয়ে থাকা সেই ব্রিটিশ আমলের ইটের নিকাশি লাইনে এবার নতুন প্রাণের সঞ্চার ঘটাতে চলেছে কলকাতা পুরসভা। শহরবাসীর আশা, এই সংস্কারই হয়তো আগামী বর্ষার জলের দুঃস্বপ্ন থেকে কলকাতার রাস্তাগুলোকে বাঁচাবে।

Advertisement

Advertisement