মানবিকতা এগিয়ে কলকাতা জয় অফ সিটি

লায়ন্স ব্লাড ব্যাঙ্কে ৪৪ ৪ ইউনিট রক্ত দান করে ওইদিনের সমাবেশ থেকে সেরার শিরােপা ছিনিয়ে নেয় জয় অফ সিটির দিলীপ দত্ত, অরূপ ব্যানার্জি ও অন্যান্য সদস্যরা।

Written by Tapas Roy Kolkata | February 9, 2021 6:09 pm

কলকাতা জয় অফ সিটি (Photo: SNS)

গত রব্বিার লায়ন্স জোন ইলেভেন-এর উদ্যোগে ২০২০-২১ বর্ষের বার্ষিক কার্যবিবরণী তুলে ধরা হল আমতলার ইবিজা রিসর্টে। লায়ন্স ক্লাব কলকাতা জয় অফ সিটি থেকে কলকাতা ফ্রেন্ডস , ক্যালকাটা চেতনা, ক্যালকাটা মানস সরােবর, কালিকাটা সানরাইজ, ক্যালকাটা সনচেতনা, প্রত্যেক ক্লাবই তাদের বছরব্যাপী সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরেন।

যেমন অনাথ ছেলেমেয়েদের মধ্যে ফুটবল খেলা, আস্ফান বিধবস্ত্রদের মধ্যে ত্রাণ বিতরণ। থেকে লায়ন্স ব্লাড ব্যাঙ্কে ৪৪ ৪ ইউনিট রক্ত দান করে ওইদিনের সমাবেশ থেকে সেরার শিরােপা ছিনিয়ে নেয় জয় অফ সিটির দিলীপ দত্ত, অরূপ ব্যানার্জি ও অন্যান্য সদস্যরা।

যারা পরবর্তীতে পুরস্কৃত হতে চলেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব থেকে। সেমিনার ছাড়াও ওইদিন উপস্থিত ক্লাব সদস্যদের নিয়ে এক প্রীতিভােজের আয়ােজন করা হয়।