• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২১ জুলাইয়ের জনসভার খুঁটিপুজো, নজিরবিহীন ভিড়ের দাবি তৃণমূলের

প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়ে খোঁচা দিয়ে সায়নী বলেন, 'ভোট যত এগোবে, উনি প্লেনে করে আসবেন, ট্রেনে করে আসবেন, টোটো-অটোতেও চড়বেন।

নিজস্ব চিত্র

২১ জুলাই ধর্মতলায় হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ সমাবেশ। খুঁটিপুজো মধ্যে দিয়ে মঙ্গলবার সেই সমাবেশের মঞ্চ তৈরির সূচনা হল। টানা বৃষ্টির চোখরাঙানি সত্ত্বেও, বিশেষ রীতি মেনে এদিন পুজোর মধ্য দিয়ে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা-নেত্রী।

দলীয় সূত্রের খবর, প্রতি বছরের মতো এবছরও তৈরি হবে সেই চেনা বিশাল মঞ্চ। তবে এবারের ২১ জুলাই আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ শহিদ দিবস। ফলে এই সমাবেশ ঘিরে দলের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে। অনেকেই মনে করছেন, এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে উঠে আসতে পারে বড় কোনও চমক।
এদিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, সন্দীপ রঞ্জন বক্সী সহ বহু নেতা-কর্মী। ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সর্বভারতীয় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুব নেত্রী জয়া দত্ত ও শ্রেয়া পাণ্ডে। সমাবেশ নিয়ে আশাবাদী সায়নী ঘোষ। তাঁর কথায়, ‘আমার মনে হয় এবারের জমায়েত আগের সব রেকর্ড ভেঙে দেবে। বাংলার বাইরে বাঙালিদের উপর হওয়া নিগ্রহের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হবে এখান থেকেই। বুধবার মুখ্যমন্ত্রী নিজে ময়দানে নামবেন।’

Advertisement

প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়ে খোঁচা দিয়ে সায়নী বলেন, ‘ভোট যত এগোবে, উনি প্লেনে করে আসবেন, ট্রেনে করে আসবেন, টোটো-অটোতেও চড়বেন। আসুন, বাংলায় ঘুরে যান, কিন্তু ভোটের বাক্সে কোনও লাভ হবে না।’ এরপর পাঁচের পৃষ্ঠায়

Advertisement

Advertisement