কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা ভোটেও বাংলার কংগ্রেস দলে ভাঙ্গন ধরাতে চলেছে বিজেপি। দল ছাড়লেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী। সম্প্রতি তিনি হাত শিবিরের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মিরকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি কংগ্রেসের সদস্যপদ থেকে পদত্যাগের আবেদন করেছেন।
যদিও এবিষয়ে রাজ্য কংগ্রেসে কোনও হেলদোল নেই। প্রদেশ কংগ্রেসের দাবি, অনেকদিন ধরেই কৌস্তভ দলের বিভিন্ন কর্মসূচিতে নেই। বরং বিজেপি নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ দেখা যাচ্ছে। বিজেপি নেতাদের গলার সুর ও কৌস্তভের বক্তব্য এক হয়ে যাচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



