• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পদত্যাগ জিতেন্দ্রর

পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।আসানসােল পুরনিগমের সমস্ত কাউন্সিলর ও কর্মীদের নিয়ে সভা ডেকে নিজের পদত্যাগের কথা ঘােষণা।

জিতেন্দ্র তিওয়ারি (Photo: IANS)

দলের বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। এরপরেই বিগত কয়েকদিন ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন আসানসােলে তৃনমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার তৃনমুল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। তার আগেই আসানসােল শহরকে রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে পুর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন জিতেন্দ্র।

পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার, আসানসােল পুরনিগমের সমস্ত কাউন্সিলর ও কর্মীদের নিয়ে সভা ডেকে নিজের পদত্যাগের কথা ঘােষণা করলেন তিনি।

Advertisement

এদিন তিনি বলেন, ‘আসানসােলকে বঞ্চিত রাখা হচ্ছে। আসানসােলকে রাজ্য সরকার যেভাবে বন্ধ না করছে তার প্রতিবাদেই এই পদত্যাগ। আমি চিঠি দেওয়ার পরও কোনও পদক্ষেপ করা হয়নি। ফান্ড পাঠানাে হয়নি। তাঁর অভিযােগ,‘ এই শহর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকবে? হাজার হাজার কোটি টাকা রাজস্ব যাবে এখান থেকে কিন্তু এই শহরকে ওরা কিছু দেবেন না।

Advertisement

Advertisement