ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন আইপিএস দেবাশিস ধর, বিজেপি-র প্রার্থী হতে পারেন

Written by SNS March 22, 2024 12:42 pm

নিজস্ব প্রতিনিধি— ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের মুখে ইস্তফা দিলেন আইপিএস দেবাশিস ধর৷ রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে বৃহস্পতিবার নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০১০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার৷ মুখ্যসচিবের কাছে পাঠানো ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন এই আইপিএস৷ যদিও ইস্তফাপত্রে তিনি আরও লিখেছেন, আইপিএসের গণ্ডি পেরিয়ে জীবনের অন্যান্য সামাজিক কাজে তিনি নিজেকে নিয়োজিত করতে চান৷

উল্লেখ্য, ২০১০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার আগে পোস্টিং ছিলেন কোচবিহরের পুলিশ সুপার পদে৷ গত বিধানসভা নির্বাচনের সময়ে ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চলে৷ এরপর দেবাশিস ধরকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়৷ ভোটের মুখে এই আইপিএসের আচমকা ইস্তফা ঘিরে জোরদার জল্পনা শুরু হয়েছে৷ তবে কি তিনি রাজনীতিতে যোগ দিতে চান? রাজনৈতিক মহলের একাংশের মতে, দক্ষিণবঙ্গের কোনও আসন থেকে প্রার্থী হতে পারেন এই আইপিএস৷ সম্প্রতি আরেক আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে ইস্তফা দিয়ে মালদহ উত্তরের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে৷ দেবাশিসবাবু বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে৷ তাঁর ইস্তফা গৃহীত হয়েছে৷ বাংলায় ১৯ জন প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করেছে বিজেপি৷ দ্বিতীয় তালিকা কবে প্রকাশ পাবে, তা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে৷ যতদূর জানা যাচ্ছে ২৪ মার্চ শনিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে৷