ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ বা ‘র’-এর প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন আইপিএস আধিকারিক পরাগ জৈন। শনিবার ১৯৮৯-র ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস আধিকারিককে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। ‘অপারেশন সিঁদুর’-এ তিনিই চিহ্নিত করেছিলেন পাকিস্তানের একের পর এক জঙ্গিঘাঁটি। এবার তাঁকে ‘র’-এর প্রধান নিযুক্ত করে কেন্দ্র সরকার বড় ইনাম দিতে চলেছে। তাঁকে রবি সিংহের জায়গায় স্থলাভিষিক্ত করা হচ্ছে। ২০২৩ সালের জুন মাসে সমন্ত গোয়েলের হাত থেকে ১৯৮৮-র ব্যাচের আইপিএস রবি ‘র’-এর দায়িত্ব নিয়েছিলেন। আগামী ৩০ জুন তিনি সেই দায়িত্ব পরাগকে হস্তান্তর করবেন।
জানা গিয়েছে, পাঞ্জাব এই আইপিএস পরাগ জৈন এক সময় সন্ত্রাসের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বঠিন্ডা, হোশিয়ারপুর, মানসা জেলা পুলিশে কর্মরত থাকাকালীন দক্ষতার সঙ্গে খলিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের কঠোরভাবে দমন করেছিলেন। তিনি এক সময় লুধিয়ানার ডিআইজি পদে নিযুক্ত ছিলেন। সেই সময় পাকিস্তান থেকে মাদকের চোরাচালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
Advertisement
প্রসঙ্গত পরাগ বর্তমানে ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত। তিনি পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। গত ২২ এপ্রিল পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পর মোদী সরকার পাক জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু একদেশ থেকে আরেক দেশে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলিতে প্রাণঘাতী আক্রমণ শানানোর মতো কাজটা মোটেই সহজ ছিল না। সেই কঠিন কাজটি সহজ করে দিয়েছিলেন এই দুঁদে আইপিএস অফিসার। তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ভারতীয় বায়ুসেনা বিভাগ পাক পাঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটিতে লক্ষ্যভেদী হামলা চালায়। ভারতের প্রতিরক্ষামন্ত্রক দাবি করেছে, এই হামলায় মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির।
Advertisement
‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দেওয়া তথ্যের ভিত্তিতেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটিতে অতর্কিতে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা বিভাগ। আর ‘র’-এর অন্দরে ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি পরাগ। পূর্বে তিনি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সালে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অপারেশন বালাকোটের সময় কাশ্মীর উপত্যকাতেই ছিলেন পরাগ।
Advertisement



