• facebook
  • twitter
Tuesday, 29 July, 2025

সাতজন আইপিএসের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আইনজীবীদের উপর লাঠিচার্জের অভিযোগে সাতজন আইপিএসের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৯ সালের এপ্রিলে।

ফাইল চিত্র

আইনজীবীদের উপর লাঠিচার্জের অভিযোগে সাতজন আইপিএসের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৯ সালের এপ্রিলে। হাওড়া পুরসভা এলাকায় পার্কিং-এ বাইক রাখাকে কেন্দ্র করে একদল আইনজীবী ও পুরসভার কর্মীদের মধ্যে তুমুল সংঘাত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছিল পুলিশবাহিনী। সংঘাতের জেরে পরিস্থিতি এমন হয়েছিল যে পুলিশবাহিনী লাঠিচার্জ করেছিল। লাঠির আঘাতে অনেকেই আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আইনজীবী আক্রান্ত হন।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আদালত এই ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট ২ মে অর্থাৎ শুক্রবার সাতজন আইপিএস আধিকারিক-ভাবনা গুপ্ত, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সরওয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষি দত্তের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী ২৫ জুন তাঁদের হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। এদিন তাঁদের সশরীরে উপস্থিত থাকতে হবে। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা হবে।