• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল সিবিআই।তাঁর হাইল্যান্ড পার্কের বাড়ি গিয়ে নােটিশ দিয়ে এসেছিলেন আধিকারিকরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (File Photo: IANS)

সােমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল সিবিআই আধিকারিকরা। রবিবার তাঁর হাইল্যান্ড পার্কের বাড়ি গিয়ে নােটিশ দিয়ে এসেছিলেন আধিকারিকরা। এদিন বেলা ১২ টা গােয়েন্দারা ফের তাঁর বাড়িতে গিয়ে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

খবর, এদিন পঞ্চ সায়র এলাকায় মেনকা গম্ভীরের অভিজাত আবাসনের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। পরে তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ মহিলা অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতে প্রবেশ করেন।

Advertisement

উল্লেখ্য, এদিন সিবিআই এর নােটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ৩ টের মধ্যে সিবিআই অধিকারিকদের মুখােমুখি হতে প্রস্তুত তিনি। কালীঘাটে নিজের বাসভ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন বলেও উল্লেখ করেন রুজিরা।

Advertisement

Advertisement