ডাম্পার করে অবৈধ সাদা বালি পাচার। গ্রেপ্তার ২। নদিয়ার কল্যাণী থানার পুলিশ অবৈধ সাদা বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার করল ২ জনকে। পুলিশ সূত্রে খবর, কল্যাণী থানার অন্তর্গত কাছারিপাড়া এলাকায় একটি ডাম্পার করে সাদা বালি পাচার হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ হানা দেয়। সেখান থেকে গাড়ি সহ ডাম্পারের চালক ও খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ধৃত ডাম্পার চালকের নাম সুরেন্দ্রর মাহাতো ও খালাসির নাম সাহেব বাগ। অবৈধ সাদা বালি ভর্তি ডাম্পারটি আটক করেছে পুলিশ। ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে।