বারুইপুরে বেআইনি বাজি উদ্ধার, গ্রেফতার তিন ব্যবসায়ী

বৃহস্পতিবার রাতে বারুইপুর চম্পাহাটি হারাল বাজি বাজারে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি বিক্রেতা তিন ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ।

Written by SNS Baruipur | October 31, 2020 4:07 pm

প্রতিকি ছবি (Photo: IANS)

বৃহস্পতিবার রাতে বারুইপুর চম্পাহাটি হারাল বাজি বাজারে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি বিক্রেতা তিন ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ।

ধৃত তিন ব্যবসায়ীকে শুক্রবার আদালতে তােলা হলে ১৪ দিনের জেল হেফাজতের আদেশ হয়। বারুইপুর পুলিশ সূত্রে জানা গেল, ধৃতদের কাছ থেকে ১ লক্ষ ২২ হাজার ৫০০ পিস নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

জানা গিয়েছে, বাজিবাজারে তল্লাশি অভিযান চলবে। লাইসেন্স ছাড়া কেউ বাজি তৈরি করে বিক্রি করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বাজি বাজারের অনেক ব্যবসায়ী প্রশিক্ষণ না নেওয়া।

কারিগর দিয়ে বাজি তৈরির কাজ করায় এবং কম জায়গায় বেশি পরিমাণ বাজির মশলা মজুত রাখাতে দুর্ঘটনা ঘটে থাকে। অনেকের মৃত্যুও হয়েছে বাজি কারখানার বিস্ফোরণে। এবছর বাড়তি সতর্কতা নিয়েছে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকগণ।