• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ওবিসি শংসাপত্রের সমস্যা মিটলে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান হবে

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য সরকার। যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

ফাইল চিত্র

ওবিসি শংসাপত্র সংক্রান্ত সমস্যা মিটলে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান হবে। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বার বার আদালতের দ্বারস্থ হয়ে তা আটকানোর চেষ্টা করে বিরোধীরা। এই বিষয়ে বিরোধীদের চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। এই খেলা আর খেলবেন না। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে।

এ দিন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা মিটে গেলেই রাজ্যে ২-৩ লক্ষ মানুষ চাকরি পাবেন। এই প্রসঙ্গ উঠতেই ফের বিরোধীদের আক্রমণ করেন মমতা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁরা যেন আর ব্যাঘাত না ঘটান সেই বার্তাই দিয়েছেন তিনি। এসব কাজ না করে বিরোধীদের ফুটবল, ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন মমতা।

Advertisement

উল্লেখ্য, সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য সরকার। যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না এই বার্তা দিয়ে রাজ্যের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা নিয়ে আগামী ৩ মাসের মধ্যে নতুন করে সমীক্ষা করবে রাজ্য। সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এরপরই মমতা জানান, তিনি আশা করছেন এবার ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরই নিয়োগ হবে রাজ্যে।

Advertisement

ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হলে মমতা আগেই জানিয়েছিলেন, জেনারেল কাস্টের কোটা কেটে ওবিসিদের জন্য সংরক্ষণ চালু করা হয়নি। এজন্য এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement