• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মহুয়াকে ঘৃণা করি: কল্যাণ

তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যে-ই করুন না কেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মিত্রের সংঘাত। দু’জনই তৃণমূল কংগ্রেসের সাংসদ। কসবা ল কলেজের ঘটনার পরে মদন মিত্রের মতোই বিতর্কিত মন্তব্য করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পর তাঁর সঙ্গে দূরত্ব বাড়ায় দল। তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কল্যাণের বক্তব্যকে সমর্থন করে না দল। এ নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে পোস্টও করা হয়।

দলের পোস্ট শেয়ার করে মহুয়া লেখেন, ‘ভারতে নারীবিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই। কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যে-ই করুন না কেন।’ মহুয়ার এমন মন্তব্যের পর পাল্টা দেন কল্যাণ। তিনি বলেন, ‘কৃষ্ণনগরের সাংসদ মহুয়া কোনও মহিলা নেত্রীদের উঠতে দেন না। তাই তিনি নারী বিদ্বেষী। আমি সব নারীকে সম্মান করি, ঘৃণা করি শুধুমাত্র মহুয়া মিত্রকে।’

Advertisement

Advertisement

Advertisement