মন্ত্রী জাভেদ খানের পুত্রের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

জাভেদ খানের ছেলে তথা কাউন্সিলর ফৈয়াজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পুরভোটের ৬৬ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ফৈয়াজ আহমেদ খান।

Written by SNS kolkata | July 12, 2022 4:30 pm

এবার রাজ্যের মন্ত্রী জাভেদ খানের পুত্রের বিরুদ্ধে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। কসবায় বেআইনি নির্মাণ নিয়ে এই মামলার সুত্রপাত।

রাজ্যের মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে তথা কাউন্সিলর ফৈয়াজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পুরভোটের কসবার ৬৬ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান।

কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূল হাইকোর্টে মামলা , কিন্তু কেন ? মামলাকারীর অভিযোগ , ‘ কসবায় নিজের ওয়ার্ডেই সাত কাটা জমিতে বেআইনি নির্মাণ করছেন এই তৃণমূল কাউন্সিলর।

আলিপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। তবে আলিপুর আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মানেননি ফৈয়াজ বলে অভিযোগ। অভিযোগ আরও মামলাকারীকে মারধর করা হয়েছে এই বেআইনী নির্মাণ এর প্রতিবাদ জানাতে।