• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

দেবদত্তা ও অর্চিস্মানকে শুভেচ্ছা মমতার

জেইই মেনই ২০২৫–এ ১০০ শতাংশ নম্বর পাওয়ার জন্য রাজ্যের দেবদত্তা মাঝি ও অর্চিস্মান নন্দীকে রবিবার সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সর্বভারতীয় স্তরের ইঞ্জিনিয়ারিক প্রবেশিকা জেইই (মেনস)–এ প্রথম স্থান অধিকার করেছে রাজ্যের দুই জন। এই দুই কৃতী পড়ুয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেইই মেনই ২০২৫–এ ১০০ শতাংশ নম্বর পাওয়ার জন্য রাজ্যের দেবদত্তা মাঝি ও অর্চিস্মান নন্দীকে রবিবার সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সমাজমাধ্যমে মমতা জানিয়েছেন, রাজ্যের কৃতি দুই পড়ুয়াই ২০২৩ সালে দশম শ্রেণির নিজ নিজ বোর্ডের পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছেন। ২০২৪ সালের ১ জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই দুই মেধাবী পড়ুয়াকেই সম্মানিত করেছিলেন মমতা। তিনি দেবদত্তার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। কারণ দেবদত্তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রী ছিলেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তাঁর পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি রাজ্য-পরিচালিত বিদ্যাসাগর বিজ্ঞান অলিম্পিয়াডের একজন স্কলার। ২০২২ সালের সেই অলিম্পিয়াডে দেবদত্তা শীর্ষ স্থান অধিকার করেছিলেন।

Advertisement

মমতার কথায়, ‘রাজ্যের এই দুই কৃতির সাফল্য আমাদের কাছে গর্বের। তাঁদের এই সাফল্য আমাদের রাজ্যের শিক্ষার মান নির্দেশ করে। আপনাদের দুই জনকেই অনেক অনেক শুভকামনা। রাজ্য সরকার আপনাদের পাশে থাকার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।’

Advertisement

Advertisement