ছাড় ও বন্ধের নির্দেশনামা

আগের মতােই সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খােলা থাকবে ব্যাঙ্ক। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খােলা থাকবে রেস্তরাঁ, পানশালা এবং হােটেল।

Written by SNS Kolkata | June 15, 2021 10:51 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

• সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খােলা রাখা। যাবে বেসরকারি দফতর।

• ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানাে যাবে।

• সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খােলা রাখা যাবে দোকান, বাজার, মুদির দোকান এবং হাট।

•  কাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খােলা যাবে অন্যান্য দোকান।

• আগের মতােই সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খােলা থাকবে ব্যাঙ্ক।

• দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খােলা থাকবে রেস্তরাঁ, পানশালা এবং হােটেল।

• সেখানে ৫০ শতাংশ উপভােক্তার প্রবেশাধিকার থাকবে।

• সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খােলা রাখা। যাবে শপিং মল।

• সর্বোচ্চ ৩০ শতাংশ গ্রাহক ঢােকায় অনুমতি।

• দর্শকশূন্য স্টেডিয়াম খােলা রাখায় অনুমতি।

• টিকাকরণ হয়ে গিয়ে থাকলে প্রমাণপত্র নিয়ে ।

• প্রাতভ্রমণে ঢােকা যাবে পার্কে।

• সিনেমা হল, শরীরচর্চা কেন্দ্র, স্পা আগের মতােই বন্ধ থাকছে।

• লােকাল ট্রেন, মেট্রো এবং বাস চলাচল আগের মতােই বন্ধ।

• চিকিৎসার প্রয়ােজনে অটো ও ট্যাক্সি চলাচলে ছাড়।

• রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত জরুরি পরিষেবার বাইরে যান চলাচল নয়।