চালকল থেকে লরি বোঝাই করে গোবিন্দভোগ চাল নিয়ে যাওয়া হচ্ছিল কেরলের উদ্দেশে। কিন্তু পাঁচদিন পেরিয়ে গেলেও লরিটি তার গন্তব্যস্থলে পৌঁছয় না। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায়। প্রায় ২৫ টন গোবিন্দভোগ চাল উধাও হয়ে যাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন চালকল কর্তৃপক্ষ। এরপরে বর্ধমান জেলার পুলিশ তদন্তে নেমে হুগলির বলাগড় এলাকা থেকে চালবোঝাই লরিটি আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে লরিচালক ও এক খালাসিকে। তবে পুরো চাল এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। বাকি চাল উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যাবেলায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় ‘বালাজি এগ্রো প্রোডাক্টস রাইস মিল’ থেকে ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল লরিতে বোঝাই করে কেরলের উদ্দেশে পাঠানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে লরিটি তার গন্তব্যে না পৌঁছলে সমস্যার সূত্রপাত হয়। চালকল কর্তৃপক্ষ বার বার লরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ৪০ লক্ষ টাকার চালের খোঁজ না পেয়ে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন চালকল কর্তৃপক্ষ।
Advertisement
এরপরেই ঘটনার তদন্তে নেমে পুলিশ নদিয়ার চাকদা থেকে লরিচালককে গ্রেপ্তার করে। কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয় লরিচালকের এক সহযোগীকে। এরপরে তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর হুগলির বলাগড় থেকে চালবোঝাই লরি আটক করে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত সব চাল উদ্ধার করা যায়নি। চাল উদ্ধার করতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিলন দাস নামের লরিচালক ও তাপস শর্মা নামের খালাসিকে। শুক্রবার ধৃতদের পূর্ব বর্ধমানের সিজেএম আদালতে তোলা হলে তাঁদের ৭ দিনের জন্য হেফাজতে রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
Advertisement
Advertisement



