• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

পাহাড়ে ভারী বৃষ্টি ও ভূমিধসের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সরকারি বাস পরিষেবা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের যাতায়াত যোগ্য রাস্তাগুলো একাধিক অংশে বন্ধ থাকায় বাসগুলো ঘুরপথে চলাচল করছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাহাড়ের নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। বিশেষত ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে ভূমিধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল পাহাড়ের বাস চলাচলও।

তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)-এর বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং, ডেলো, গ্যাংটক, কালিম্পং ও বিন্দু রুটে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। তবে মিরিক রুটে খারাপ আবহাওয়া ও ভাঙা ব্রিজের কারণে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের যাতায়াত যোগ্য রাস্তাগুলো একাধিক অংশে বন্ধ থাকায় বাসগুলো ঘুরপথে চলাচল করছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া বাসগুলো শিলিগুড়ি থেকে সেবক, রম্ভী, মংপু, ঘুম হয়ে দার্জিলিং পৌঁছচ্ছে। ফেরার পথে ঘুম, কার্শিয়াং, তিনধারিয়া হয়ে শিলিগুড়িতে ফিরছে।

Advertisement

কালিম্পং ও গ্যাংটক রুটের বাসগুলোও ভূমিধসজনিত সমস্যার কারণে লাভা, লোলেগাও, গরুবাথান হয়ে শিলিগুড়িতে পৌঁছচ্ছে। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, পর্যটক এবং সাধারণ মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ঘুরপথ ব্যবহার করা হচ্ছে। এতে সময় কিছুটা বেশি লাগলেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

কিন্তু মিরিক রুটে বাস পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত করতে পারেননি নিগম কর্তারা। এদিকে শুক্রবারও ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে ধস নেমেছে। ফলে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হয়েছে। রাস্তা সংস্কার ও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
এই ঘটনায় পাহাড় এলাকায় যাত্রী ও স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement