• facebook
  • twitter
Friday, 13 September, 2024

মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হলেন গোপালিকা, পেলেন আরও দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব

দায়িত্বভার নেওয়ার পর সোমবার ছিল মনোজ পন্থের কাজের প্রথম দিন।

প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ছায়া এবার সদ্য প্রাক্তন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার ওপর। কেন্দ্র সরকার তাঁকে ফের বাংলার মুখ্য সচিব পদে বহাল না করলেও মুখ ফেরাল না রাজ্য। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো তাঁকেও দেওয়া হল বিশেষ পদ। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল তাঁকে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও হাইওয়ে ডেভলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টকরের দায়িত্বও পেলেন। এব্যাপারে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের একটি নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, আগামী তিন বছরের জন্য এই সমস্ত দায়িত্ব সামলাবেন গোপালিকা।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট বি পি গোপালিকা রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়েছেন। তাঁর জায়গায় মুখ্যসচিব হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন মনোজ পন্থ। দায়িত্বভার নেওয়ার পর সোমবার ছিল মনোজ পন্থের কাজের প্রথম দিন। তিনি ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পন্থকে তাঁকে শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়।