• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গােসাবায় আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার এক 

গােসাবা অঞ্চলে পুলিশি তৎপরতায় আগ্নেয়াস্ত্র-গুলি সহ শুভজিৎ মন্ডল নামে সাতাশ বছরের এক যুবককে গ্রেফতার করলাে বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল।

প্রতীকী ছবি (Photo: IANS)

গােসাবা অঞ্চলে পুলিশি তৎপরতায় আগ্নেয়াস্ত্র-গুলি সহ শুভজিৎ মন্ডল নামে সাতাশ বছরের এক যুবককে গ্রেফতার করলাে বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গেল, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লঙ ব্যারেল আগ্নেয়াস্ত্র একটি ওয়ান শাটার ও চার রাউন্ড কার্তুজ।

Advertisement

ধৃত শুভজিৎ-এর বিরুদ্ধে অস্ত্র আইনে মঙ্গলবার কেস শুরু হয়েছে। ভােটের আগে সুন্দরবনের গােসাবা অঞ্চলে গৃহস্থবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

Advertisement