• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

অবশেষে মিলল সন্ধান! দামোদরে তলিয়ে যাওয়া যুবতীর দেহ উদ্ধার

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: চলতি মাসের শনিবার দামোদরের বাসকা নদী ঘাটে রিলস বানাতে গিয়ে দামোদরের জলে তলিয়ে যায়, তিন যুবতী। এদের মধ্যে প্রিয়াঙ্কা পাশওয়ান নামে একজন জীবিত অবস্থায় উদ্ধার হলেও জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় বিউটি প্রসাদের। তিন যুবতীর মধ্যে দুইজনকে সেই মুহূর্তে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল জ্যোতিপ্রসাদ। ডিজাস্টার ম্যানেজমেন্টের দল দামোদরে গত তিনদিন ধরে

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: চলতি মাসের শনিবার দামোদরের বাসকা নদী ঘাটে রিলস বানাতে গিয়ে দামোদরের জলে তলিয়ে যায়, তিন যুবতী। এদের মধ্যে প্রিয়াঙ্কা পাশওয়ান নামে একজন জীবিত অবস্থায় উদ্ধার হলেও জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় বিউটি প্রসাদের। তিন যুবতীর মধ্যে দুইজনকে সেই মুহূর্তে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল জ্যোতিপ্রসাদ।

ডিজাস্টার ম্যানেজমেন্টের দল দামোদরে গত তিনদিন ধরে তল্লাশি চালিয়েছে। কিন্তু সফলতা মেলেনি। সোমবার রাত বারোটা নাগাদ দুর্গাপুরের হুচুক ডাঙ্গার নদী ঘাট থেকে উদ্ধার হল অন্ডালের বাঁশকা ঘাটে তলিয়ে যাওয়া জ্যোতি প্রসাদের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরের হুচুক ডাঙ্গার ঘাটে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। তাঁদের জালেই উঠে আসে নিখোঁজ যুবতী জ্যোতিপ্রসাদের নিথর দেহ। মৃতদেহ আনা হয় অন্ডাল থানায়। অন্ডাল থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement