• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইভিএম-এ কারচুপির আশঙ্কা, সতর্ক করলেন মমতা

শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদার সভা থেকেই ইভিএম-এ কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সতর্ক করে দিলেন।

প্রতীকী ছবি (Photo: iStock)

শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদার সভা থেকেই ইভিএম-এ কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের সতর্ক করে দিলেন ইভিএম মেশিন ভালাে করে পরীক্ষা করে নেওয়ার জন্য।

কীভাবে মেশিনগুলি পরীক্ষা করতে হবে, তার উপায়ও বাতলে দিলেন মমতা বললেন, হাতে সময় নিয়ে ইভিএম মেশিন পরীক্ষা করকে কোনও বুথকর্মাকে যাতে বিপেজি কিনে নিতে পারে, সেদিকে নজর রাখবেন।

Advertisement

এছাড়া কেউ জোরপূর্বক ভােট লুটের চেষ্টা করলে, মা বােনেদের হাতা খুন্তি নিয়ে তেড়ে যেতেও পারমর্শ দিয়েছেন মমতা। গত লােকসভা নির্বাচন থেকেই ইভিএম মেশিন নিয়ে আপত্তি তুলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আবেদন জানাচ্ছেন ফের ব্যালট ফিরিয়ে আনার জন্য। কিন্তু সেই দাবিতে কর্ণপাত করছে না কেন্দ্রের সরকার। তাই ইভিএম এবং ভিভিপ্যাট দিয়ে একশাে শতাংশ ভােট গুঞ্চনার জন্যও দরবার করেছেন মমতা।

Advertisement