চাকরির দাবিতে অভিনব প্রতিবাদ। বৃহস্পতিবার জেলা পরিষদের সামনে ২০১৪ সালের চাকুরী প্রার্থী ও ডিএল এড প্রশিক্ষিত চাকুরিপ্রার্থীরা বিক্ষোভ দেখায় ও অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালন করে। তাঁদের কর্মসূচি ছিল অভিনব পদ্ধতির।
হাতে হেরিকেন, ঝাটা, কেউ আবার বসে জুতাে পালিশ করতে, কেউ বা চপ ভাজছেন জেলা পরিষদের সামনে। তাদের দাবী, চাকুরির বদলে হাতে হেরিকেন ধরিয়ে দিল, ডিএলএড পাস করার পরেও তাঁদেরকে বেছে নিতে হলাে।
Advertisement
চপ ভাজা, জুতাে পালিশ করা ও ঝাড় দাওয়ার কাজ। ২০১৪ সালের চাকুরিপ্রার্থীদের দাবী, দীর্ঘদিন। প্যানেলে নাম থাকা সত্ত্বেও তাদের নিয়ােগপত্র দেওয়া হচ্ছে না। তাদের আরও দাবি, অনৈতিক ভাবে তাদের সরিয়ে বিএড প্রশিক্ষিত দের নিয়ােগ এর চক্রান্ত চলছে। সেই দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায়।
Advertisement
Advertisement



