সােমবার দুপুরে গােপন সূত্রে খবর পেয়ে বারুইপুরের একটি নরম পানীয়ের কারখানায় হানা দিয়ে, বিভিন্ন নামী কোম্পানির লােগাে লাগানাে শতাধিক নকল পানীয়ের ভর্তি ও খালি বােতল বাজেয়াপ্ত করল বারুইপুর থানার পুলিশ।কারখানার মালিক সামসুদ্দিন মােল্লা পলাতক।
পুলিশ সূত্রে জানা গেল, সামসুদ্দিন-এর বাড়িতেই বেআইনী কাজ চলতাে। নকল পানীয়ের কোম্পানিতে কাজ করা মিজানুর লস্কর নামে পঁচিশ বছরের এক কর্মচারীকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি বারুইপুরের দক্ষিণ সাহাপুর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



