• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশকে নিরপেক্ষ হওয়ার বার্তা রাজ্যপালের 

আইনশৃঙ্খলা নিয়ে উদ্ধেগ প্রকাশ করে আরও একবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য পুলিশকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার বার্তাও দিলেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। (File Photo: IANS)

আইনশৃঙ্খলা নিয়ে উদ্ধেগ প্রকাশ করে আরও একবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য পুলিশকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার বার্তাও দিলেন তিনি।

আগেও রাজ্যপাল টুইটে বলেছেন, রাজ্য এবং কলকাতা পুলিশ মােটেও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়। ফলে রাজ্যের আইশৃঙ্খলার অবনতি এবং সংবিধানের অপমান হচ্ছে বলেও দাবি করেছেন রাজ্যপাল। সেই একই দাবিতে আরও একবার সুর চড়ালেন তিনি।

Advertisement

গণতন্ত্রের কথা মাথায় রেখে রাজ্য পুলিশকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ হিসাবে কাজের বার্তা দিলেন রাজ্যপাল। প্রশাসনিক আবার কখনও বা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযােগে সরব হয়েছেন রাজ্যপাল।

Advertisement

বারবার প্রশাসনিক আধিকারিকদের তলব করলেও বেশিরভাগ সময়ই ছিলেন না প্রশাসনিক কর্তাব্যক্তিরা। তা নিয়ে তরজা কম হয়নি। ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল। ভােটের আগে এই টুইট দু’জনের সম্পর্কের যে ফের অবনতি ঘটাবে, সে বিষয়ে কোনও সংশয় নেই বলছে রাজনৈতিক মহল।

Advertisement