কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: ২৭ ফেব্রুয়ারি হচ্ছে না কেএমডিএ কর্মীদের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। দুই দিন আগেই এই সিদ্ধান্ত স্থগিত হয়েছে। পুলিসি নিরাপত্তা না পাওয়া এবং কেএমডিএ কর্তৃপক্ষের অনুমতি না থাকার কারণে ২৭ তারিখ নির্বাচনের সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। ফলে আগামী ২ মার্চ হবে কেএমডিএ কর্মীদের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। এবিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভোটগ্রহণ হবে সল্টলেকের কেএমডিএ-র সদর দপ্তর উন্নয়ন ভবন চত্বরে। এবারের সমবায় নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৩৪ জন। দীর্ঘ দশ বছর এই ভোটগ্রহণ বন্ধ ছিল। এতদিন সোসাইটি চালাচ্ছিলেন সমবায় দপ্তরের মনোনীত সদস্যরা। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের স্বার্থে এবং কাজের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেজন্য শনিবার ছুটির দিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



