• facebook
  • twitter
Saturday, 24 January, 2026

নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বতঃপ্রণোদিতভাবেও এই ধরনের ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

প্রতীকী চিত্র

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের (বুথ স্তরের আধিকারিক) বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, নির্দেশ অমান্য কিংবা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও অন্যান্য নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসারদের সরাসরি কমিশনের অধীনে কর্মরত হিসেবে গণ্য করা হবে। ফলে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ বা আইনভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিককে দ্রুত পদক্ষেপ করতে হবে।

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে অভিযুক্ত বুথ লেভেল অফিসারকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করা যেতে পারে। গুরুতর বা অপরাধমূলক কাজের প্রমাণ মিললে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি সাপেক্ষে থানায় প্রথম তথ্য প্রতিবেদন দায়েরের ব্যবস্থাও রাখা হয়েছে।

Advertisement

এছাড়াও, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বতঃপ্রণোদিতভাবেও এই ধরনের ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। বরখাস্ত, বিভাগীয় তদন্ত কিংবা প্রথম তথ্য প্রতিবেদন—সব ক্ষেত্রেই দ্রুত সিদ্ধান্ত কার্যকর করে তার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনকে জানানো বাধ্যতামূলক।

রাজ্যে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যেই এই নির্দেশিকা জারি হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কমিশনের বার্তা স্পষ্ট—নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় কোনও আপস করা হবে না।

Advertisement