বাংলার ভোট নিয়ে প্রায়শই অভিযোগ তোলে প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করেছে সিপিএম, কংগ্রেস। ভোটার তালিকায় কারচুপির পাশপাশি রিগিংয়ের অভিযোগও তোলা হয়। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অবশ্য বারবারই দাবি করে এসেছে, বাংলার মতো নির্বিঘ্নে ভোট দেশের খুব কম রাজ্যেই হয়। আর এবার নির্বাচন কমিশনের থেকে স্বীকৃতি পেল বাংলা। গত লোকসভা ভোটে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হল বাংলার চার জেলাশাসককে।
পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং জলপাইগুড়ির জেলাশাসককে পুরস্কৃত করল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার জাতীয় ভোটার দিবসে তাঁদের পুরস্কৃত করা হয়। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, মূলত ভোটার তালিকা সংশোধন এবং গত লোকসভা ভোটে অভিনব প্রচার কৌশলের জন্যই তাঁদের পুরস্কৃত করা হচ্ছে। অর্থাৎ, এটা স্পষ্ট যে ভোট সংক্রান্ত কাজে এই জেলাশাসকদের ভূমিকায় সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম এবং বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা এবং ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত ও জলপাইগুড়ির জেলাশাসক শামা পরভিন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক কাজের জন্য পুরস্কার পেয়েছেন।