রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিম মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান সহ তিন জনের জামিন বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।
জ্যোতিপ্রিম মুক্তি পাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই এই মামলায় তাঁর ঘনিষ্ঠ আনুসুর রহমানও জামিনে ছাড়া পান। তাঁদের জামিন পাওয়ার পর থেকেই ইডি আশঙ্কা করেছিল, অভিযুক্তরা জামিনে মুক্তির পর তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাঁরা সাক্ষীদেরও প্রভাবিত করতে পারে এমনকী মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলতে পারে। সেই কারণে ফের একবার তাঁদের জামিন বাতিল করার জন্য নড়ে চড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর তৃণমূল নেতা তথা তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। প্রায় ১৪ মাস তদন্তের পর চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে জামিন দেয় আদালত।



