তিন ‘মৃত ভোটার’কে মঞ্চে তোলার ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে। কমিশন সূত্রে রবিবার জানানো হয়েছে, সংশ্লিষ্ট রিপোর্টে তিন জন ভোটারের মধ্যে দু’জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও)। সেই সঙ্গে তৃতীয় ভোটারের ক্ষেত্রে বিষয়টিকে ‘ভুল’ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম বুথে প্রস্তুত হওয়া বাদ পড়া ভোটার তালিকায় ছিল না। তবে পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম দেখা যায়। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট বিএলও মনিরুল ও হরেকৃষ্ণের বাড়িতে যান এবং ফর্ম-৬ পূরণ করিয়ে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন গ্রহণ করা হয়।
Advertisement
কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার অনেক আগেই ওই দুই ভোটারের ফর্ম-৬ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। অর্থাৎ, সভার মঞ্চে বিষয়টি ওঠার আগেই প্রশাসনিক স্তরে সংশোধনের কাজ শুরু হয়ে যায়।
Advertisement
তৃতীয় ভোটার মায়া দাসের ক্ষেত্রে রিপোর্টে স্পষ্টভাবে ভুলের কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ত্রুটি কীভাবে এড়ানো যায়, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তিন জন ভোটারের মধ্যে মনিরুল মোল্লা ও হরেকৃষ্ণ গিরির বাড়ি মেটিয়াবুরুজে এবং মায়া দাসের বাড়ি কাকদ্বীপে। ‘মৃত ভোটার’ বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজা চললেও কমিশনের রিপোর্টে বিষয়টিকে মূলত প্রশাসনিক ত্রুটি ও অনিচ্ছাকৃত ভুল হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে।
Advertisement



