নিম্নচাপের জেরে  কলকাতাসহ  দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Written by SNS August 23, 2022 4:36 pm
 কলকাতা, ২৩ আগস্ট—  কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপটও বেড়েছে। সংলগ্ন জেলাগুলির আকাশের অবস্থা একইরকম । কালো মেঘের আড়ালে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির  পূর্বাভাস রয়েছে পাশবর্তী জেলাগুলোতেও।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু বেশি হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ সারাদিন কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। মাঝেমধ্য়েই বিক্ষিপ্ত বৃষ্টি হবে।